শিরোনাম
গা-ঢাকার আগে ডেরায় গিয়েছিলেন হানিপ্রীত
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১২
গা-ঢাকার আগে ডেরায় গিয়েছিলেন হানিপ্রীত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং জেলে যাওয়ার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন তার পালিত কন্যা হানিপ্রীত ইনসান। তবে তার আগে হরিয়ানার সিরসায় ডেরা সচ্চা সৌদায় গিয়েছিলেন তিনি। এমনটিই জানিয়েছেন ডেরার চেয়ারপারসন বিপাসনা ইনসান। 

 

সোমবার সিরসার হুডা পুলিশ ফাঁড়িতে বিশেষ তদন্তকারী দলের দলের (সিট) মুখোমুখি হন বিপাসনা। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। দববালির ডিএসপি কুলদীপ বেনিওয়ালের নেতৃত্বে গঠিত সিটকে বিপাসনা জানান, গত ২৫ আগস্ট রোহতক জেল থেকে সিরসায় গিয়েছিলেন হানিপ্রীত এবং সেই ব্যবস্থা করে দিয়েছিলেন স্বয়ং বিপাসনা।

 

ওই দিনই জোড়া ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করে পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। এরপরই হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন অংশে তার ভক্তদের সহিংসতায় নিহত হন ৩৮ জন। আহত হন আড়াই শতাধিক। পুলিশের দাবি, রাম রহিমের সঙ্গে মিলে গোটা ঘটনার ছক কষেছিলেন হানিপ্রীত।

 

বিপাসনার দাবি, ২৭ আগস্ট থেকেই ডেরা থেকে বেপাত্তা হয়ে যান রাম রহিমের পালিতকন্যা হানিপ্রীত। এমনকি, ডেরার সঙ্গে সব সম্পর্কও ছিন্ন করেন তিনি।

 

ডেরার কার্যকলাপ নিয়েও বিপাসনাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সিরসায় ডেরার নিরাপত্তারক্ষীদের সম্পর্কেও প্রশ্ন করা হয় তাকে।  

 

হানিপ্রীতের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে হরিয়ানা পুলিশ। রাজ্য পুলিশের তালিকায় যে ৪৩ জন ‘মোস্ট ওয়ান্টেড’-এর নাম রয়েছে, তার একেবারেই শীর্ষে রয়েছেন হানিপ্রীত। তিনি দেশ ছেড়ে নেপালে গা-ঢাকা দিয়েছেন বলে ধারণা পুলিশের। হানিপ্রীত একা নন, ওই তালিকায় রয়েছেন ডেরা সচ্চা সৌদার মুখপাত্র আদিত্য ইনসানও।

 

বিবার্তা/নিশি

 

>> মোস্ট ওয়ান্টেডতালিকার শীর্ষে হানিপ্রীতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com