শিরোনাম
থার্টিফার্স্ট নাইটে হেলিকপ্টার টহলে র‌্যাব
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৭, ২১:৫৮
থার্টিফার্স্ট নাইটে হেলিকপ্টার টহলে র‌্যাব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

থার্টিফার্স্ট নাইটে বরাবরের মতো এবারো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজধানীতে। তবে ঢাকা মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রথমবারের মতো হেলিকপ্টার টহলের ব্যবস্থা করছে র‌্যাব। রবিবার রাত ৮টার দিকে গুলশানে র‌্যাবের হেলিকপ্টারে সার্চ লাইট দিয়ে টহল দিতে দেখা গেছে।


র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান গুলশান সাংবাদিকদের বলেন, ‘সারা রাত রাজধানীতে হেলিকপ্টার টহলে থাকবে। সার্চ লাইট দিয়ে ওপর থেকে দেখা হবে।’


তিনি বলেন, ‘রাজধানীর গুলশান, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তরা এলাকাসহ সব গুরুত্বপূর্ণ এলাকায় র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এবার পোশাক পরা ও সাদা পোশাকে র‌্যাব সদস্যরা মোতায়েন রয়েছে। চেকপোস্টগুলোতে র‌্যাবের ডগ স্কোয়াড কাজ করছে। থার্টিফার্স্ট উদযাপনে কোনো নারী, পথচারী যেন হয়রানির শিকার না সে জন্য নিয়মিত টহল চলবে। নববর্ষ উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।’


থার্টিফার্স্ট রাতে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি কিংবা হুমকি রয়েছে কিনা, জানতে চাইলে আনোয়ার লতিফ খান বলেন, ‘স্পষ্টত কোনো ঝুঁকি কিংবা হুমকি নেই। তবে নিরাপত্তায় রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিগত দিনগুলোর অভিজ্ঞতার আলোকে নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।’


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com