শিরোনাম
ফিরে দেখা ২০১৭
বস্তির পর বস্তি পুড়েছে আগুনে
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৯
বস্তির পর বস্তি পুড়েছে আগুনে
ফাইল ফটো
খলিলুর রহমান
প্রিন্ট অ-অ+

২০১৭ সালের শুরুর দিকে রাজধানীতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং বস্তি ও মহাখালীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ড ছিল ভয়াবহ। এতে নিঃস্ব হয়েছিল হাজারো নিম্ন আয়ের মানুষ।


গত ১ ফেব্রুয়ারি রাত সোয়া ১১টার দিকে রাজধানীর নাখালপাড়া রেলওয়ে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই বস্তির ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।


একই মাসের ১৬ তারিখ ভোররাতে মোহাম্মদপুর এলাকার চাঁন মিয়া হাউজিং বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।


চাঁন মিয়া হাউজিং বস্তির অবস্থান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের মোহাম্মদপুরে বাঁশবাড়ি এলাকায়। ওই বস্তিতে প্রায় ২০০-২৫০ পরিবার বসবাস করতো। আগুনে পুরো বস্তিই মাটির সাথে মিশে যায়।


ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে আলাপকালে জানা যায়, সেখানে বসবাসকারীদের মধ্যে কেউ রিকশাচালক, কেউ সবজিবিক্রেতা, কেউ নির্মাণশ্রমিক আবার কেউ ভ্যানচালক। আগুনে বস্তি পুড়ে যাওয়াতে এসব মানুষ দিশেহারা হয়ে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় তারা পুনরায় ওই বস্তিতে বসবাস শুরু করেন।



১৬ মার্চ রাত ২টা ৫৫ মিনিটে রাজধানীর মাহখালীর কড়াইল বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সাড়ে চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই পুরো বস্তি পুড়ে ছাই হয়ে যায়।


কড়াইল বস্তিতে কয়েক শ’ বসতঘর ও শতাধিক দোকান ছিল। বস্তির বাসিন্দাদের মধ্যে কেউ কেউ কয়েক যুগ ধরে সেখানে বসবাস করেছিলেন।


বিবার্তা/খলিল/মৌসুমী/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com