শিরোনাম
কালকিনিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৭, ২২:৩৭
কালকিনিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুরের কালকিনিতে সাথী বেগম (১৮) নাম এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।


নিহতের পরিবারের অভিযোগ তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।


পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার জনাদরদী গ্রামের ওমর সরদারের মেয়ে সাথী বেগমের সাথে উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ধুলোগ্রামের ছত্তার হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদারের দেড় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে রেজাউল বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী সাথী বেগমের সাথে খারাপ আচরণ করে আসত বলে নিহতের পরিবার জানায়। কিন্তু হাঠাৎ করে রবিবার সন্ধ্যায় সাথী বেগমের নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে ডাসার থানা পুলিশ খবরে পেয়ে সাথী বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। অপরদিকে ঘটনার পর থেকেই নিহত সাথী বেগমের শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।


নিহতের ভাই আলামিন বলেন, আমার বোন তার স্বামী রেজাউলের পরকিয়া প্রেমে বাধা দেয়ায় আমার বোনকে হত্যা করা হয়েছে।


এ ব্যাপারে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, নিহত নববধুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের লাশ ময়না তদন্তের পরে বলা যাবে কি ভাবে মাড়া গেছে।


বিবার্তা/রবিউল/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com