বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আগামী সংসদ নির্বাচন যদি নিরপেক্ষ হলে আওয়ামী লীগ ৪০টির বেশি আসন পাবেন না।
রবিবার রাতে কৃষক শ্রমিক জনতালীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে সমাবেশে এ কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, টাঙ্গাইলে ১৯৭১ সাল পর থেকে হনাদার মুক্ত দিবস পালিত হয়, আমি যেদিন থেকে বাংলাদেশে এসেছি সেদিন থেকে আমি টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালন করি। কিন্তু আমি এখন হানাদার মুক্ত দিবসটিতে দাওয়াত পাইনা। ভিক্ষুকরা দাওয়াত পেলো কিন্তু আমি বঙ্গবীর কাদের সিদ্দিকী দাওয়াত পাইনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী। টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি এ. এইস এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা (বীরপ্রতিক) যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সদস্য নাসরীন সিদ্দিকী প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব আন্দোলন শাখার সভাপতি হাবিবুর নবি সোহেল, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মহিলা আন্দোলনের জেলা শাখার সমন্বয়ক মনোয়ারা বেগমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী।
বিবার্তা/তোফাজ্জল/সোহাগ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]