কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, হেয়ার এইড ও চশমা বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
সদর উপজেলার নির্বাহী অফিসার আমিন আল পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোবাশ্বের আলী ও ইয়াছিন আলী, মুক্তারাম বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে ১০টি স্কুলের ১৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে এসব উপকরণ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।
বিবার্তা/সৌরভ/জ্যাকি/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]