ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় বিষ পান করে আমির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে তিনি মারা যান। আমির হোসেন উপজেলার দাদপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।
গ্রামবাসীরা জানান, পারিবারিক কলহের জের ধরে আমির হোসেন এদিন সকালে 'ঘাষ মারা বিষ' পান করে মাঠে শুয়ে ছিলেন। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম রেজা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
তবে পরে তাঁর অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। এ সময় এম্বুলেন্সে করে যশোর নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে মৃতের ভাই বোরহান উদ্দিন জানান, তার ভাই দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। অনেক চিকিৎসা করার পরও কোনো কাজ হয়নি। রোগ যন্ত্রণা সইতে না পেরেই বিষ পান করেন বৃদ্ধ আমির হোসেন।
বিবার্তা/কোরবান/শাহনেওয়াজ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]