শিরোনাম
১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণধোলাই
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৯:৪২
১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণধোলাই
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল পৌরএলাকার কচুয়াডাঙ্গায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।


ধর্ষণের শিকার শিশুটির মা জানান, ধর্ষিতা শিশুটি পড়াশোনায় একটু দুর্বল। এ সুযোগ নিয়ে শনিবার সন্ধ্যায় ধর্ষক চান্দু মিয়া কবিরাজি চিকিৎসার মাধ্যমে পড়াশোনায় ভালো করিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে চান্দু মিয়া কৌশলে শিশুটিকে ধর্ষণ করে।


রবিবার সকালে চান্দুর স্ত্রী শিশুটির মাকে ধর্ষণের বিষয়টি জানালে ঘটনাটি জানাজানি হয়। পরে আশপাশের লোকজন ধর্ষকের বাড়ি ঘেড়াও করে তাকে গণধোলাই দেয়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এসময় স্থানীয়রা টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুজ্জামানের কাছে ধর্ষককে সোপর্দ করে। তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের অভিযুক্ত পৌরএলাকার কচুয়াডাঙ্গার চান্দু মিয়া ও ধর্ষিতা শিশুটিকে থানায় আনা হয়েছে। মহিলা পুলিশ দ্বারা শিশুটির ধর্ষণের আলামত শনাক্ত সংগ্রহ করা হবে। ধর্ষণের আলামত পাওয়া গেলে থানায় মামলা দায়ের হবে।


বিবার্তা/তোফাজ্জল/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com