কারিগরি মর্যাদাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন বাগেরহাটে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। রবিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দাবিগুলো হলো কারিগরি পদমর্যাদাসহ বেতনস্কেল প্রদান, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ-ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও শুন্য পদে নিয়োগ এবং ১০ শতাংশ পোষ্য কোটার প্রবর্তনের দাবি জানান তারা।
এদিন মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আসলাম হোসাইন ফরাজি, সাধারণ সম্পাদক কেএম মাসুদ, শেখ সুমন, হাসিনা বেগম, সেলিনা আক্তার, আরাফাত হোসেন, মহিদুল ইসলাম, ইলয়াস হোসেন প্রমুখ।
বক্তারা হুঁশিইয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ১লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে। এমনকি সারাদেশে প্রয়োজনীয় সকল টিকা প্রদান কর্মসূচি বন্ধ থাকবে বলেও জানান তারা।
বিবার্তা/কায়েস/শাহনেওয়াজ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]