শিরোনাম
এসআই নিয়োগের চুড়ান্ত ফল ঘোষণা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৭:৪১
এসআই নিয়োগের চুড়ান্ত ফল ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার দুপুরে এক হাজার ৫১১জন প্রার্থীর নিয়োগ চুড়ান্ত করার বিষয় নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর সূত্র।


সংবাদপত্রে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সাড়ে ৩ লাখ প্রার্থী আবেদন করে। অর্থাৎ প্রতিটি পদের জন্য ২৩৩টি আবেদন জমা হয়। এর মধ্যে ৪১ হাজার প্রার্থী লিখিত পরীক্ষা দেয়। তাদের মধ্যে ৩ হাজার ৭০০ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এদের মধ্যে নারী-পুরুষসহ এক হাজার ৫১১জনকে নিয়োগ দেয়া হলো।


পুলিশ বাহিনীতে প্রায় ৬০ হাজার নতুন জনবল নিয়োগের সিদ্ধান্ত রয়েছে সরকারের। ২০১৪ সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়। সেই ধারাবাহিকতায় প্রতি বছরই জনবল বাড়ানো হচ্ছে। এ বছরে ৬৯৯ জন সার্জেন্ট নিয়োগের ফলাফল এক মাস আগে ঘোষণা করা হয়েছে।


এর আগে মহাজোট সরকারের আমলে পুলিশে ৩২ হাজার ৩১ জন নতুন জনবল নিয়োগ দেয়া হয়।


অন্যান্য সরকারি চাকরির মতো পুলিশের নির্ধারিত কোটা রয়েছে। কোটার মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ শতাংশ, নারীর জন্য ১০ শতাংশ, জেলার জন্য ১০ শতাংশ, উপজাতির জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধির জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত। বাকি ৪৪ শতাংশ নিয়োগ পেয়েছে মেধার ভিত্তিতে।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com