
মিশরের নর্থ সিনাই প্রদেশে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলাকালে এক বিস্ফোরণে ৬ সৈন্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে সামরিক বাহিনী সংবাদ সংস্থা এএফপিকে জানায়।
এক বিবৃতিতে সামরিক বাহিনীর মুখপাত্র তামের আল-রিফাই বলেন, ‘সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালানোর সময় এক বিস্ফোরণে সেনাবাহিনীর একটি গাড়ি উড়ে গেলে এক কর্মকর্তা ও পাঁচ সৈন্য মারা যান।’
তিনি জানান, পৃথক এক অভিযানে তিনজন জিহাদি নিহত হয়েছেন। এসময় সেখান থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরণে সেনাবাহিনীর আরও চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কবে এ ঘটনা ঘটে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে তিনি কিছু জানাননি।
বিবার্তা/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]