শিরোনাম
কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলা, নিহত ৭
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৮:০৫
কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলা, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিতর্কিত অঞ্চল কাশ্মীরের এক সেনা ক্যাম্পে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৪ ভারতীয় সেনাসহ ৩ সন্দেহভাজন জঙ্গি।


রবিবার দিনের প্রথমার্ধে পুলওয়ামা জেলার দক্ষিণাঞ্চলীয় লেদপোড়া গ্রামের ওই সেনা ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।


জানা যায়, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একদল বন্দুকধারী অতর্কিতে ওই হামলা চালায়। ব্যাপক গোলাগুলি আর গ্রেনেড বিস্ফোরণে এদিন আহত হন আরো ৩ সেনা। কথিত এক জঙ্গিগোষ্ঠী এ প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।


উল্লেখ্য, এ ধরণের হামলার জন্য বরাবর পাকিস্তানকেই দায়ী করে আসছে ভারত। যদিও কাশ্মীরের স্বাধীনতাকামী আন্দোলনকে প্রবল সমর্থন জানিয়ে বারবারই তা অস্বীকার করেছে পাকিস্তান।


১৯৪৭ সাল থেকে তৎকালীন শাসক ব্রিটিশরাজ ও কাশ্মীরের হিন্দু রাজার বিতর্কিত সিদ্ধান্তে ভারতের অংশে পড়ে যায় কাশ্মীরের এক বিরাট অংশ। সেই থেকে বিচ্ছিন্নতাবাদী এই অংশটি হয় স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইছে। ওদিকে সার্বভৌমত্ব রক্ষায় ভারতের পাল্টা পদক্ষেপে প্রতি বছরই ঝরছে অগণিত প্রাণ। সূত্র: এএফপি, প্রেস টিভি


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com