
সংস্কার কমিশনের মাসের পর মাস সময় লাগার কিছু নেই। তাদের কালক্ষেপণ মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বিএনপি সংস্কারের বিরোধী নয় দাবি করে তিনি বলেন, এই মুহূর্তে বাস্তবতা বিবেচনা করতে হবে। সংস্কারের অজুহাতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অভিপ্রায় কি না তা বুঝতে হবে আমাদের।
রাজনৈতিক অঙ্গণের আকাশে ঝড়ের আশঙ্কার কথা জানিয়ে গয়েশ্বর বলেন, ‘আন্তর্বর্তী সরকারকে যারা আড়াল থেকে উসকানি দিচ্ছে তারাই প্রতিবেশী দেশের ট্যাবলেট খাচ্ছে। এই সরকার কিংস পার্টি করলে তা অতীতের মতো হারিয়ে যাবে। দীর্ঘদিন পর কেন সারা দেশে এই হামলা হচ্ছে সেই প্রশ্ন এখন জনগণের।
তিনি আরও বলেন, ৫ আগস্টে আন্দোলনের যারা অবদান রেখেছেন তাদের মাথায় মকুট পরিয়ে রাখতে চায় বিএনপি। কিন্তু তারা যদি পতিত হতে চায়, তাহলে কিছু করার থাকবে না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]