পছন্দের প্রতীক ‘হাঁস’ পেয়ে খুশি রুমিন ফারহানা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৫:৪৮
পছন্দের প্রতীক ‘হাঁস’ পেয়ে খুশি রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া (সরাইল - আশুগঞ্জ - বিজয়নগর দুটি ইউনিয়ন) সাংসদীয় আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন।


বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান প্রতীক বরাদ্দ দেন। এ আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।


এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলের সিদ্ধান্ত না মানায় বিএনপি তাকে বহিষ্কার করা হয়।


রুমিন ফারহানা জানান, হাঁস তার পছন্দ। বাড়িতেও হাঁস পালেন। তিনি এ প্রতীকটি বরাদ্দ চেয়েছিলেন। পছন্দের প্রতীক বরাদ্দ পেয়ে তিনি খুব খুশি।


এদিকে নিজের কর্মী-সমর্থকদের ভোটের বিষয়ে প্রশাসনকে সহযোগিতার আহবান জানিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে আশুগঞ্জে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘কারো উসকানিতে পা দেওয়া যাবে না।'


ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডার জের ধরে তাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তার এসব নোটিশের জবাব দেওয়ার কথা।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com