বিএনপির জনসভা: কানায় কানায় পূর্ণ সিলেটে আলিয়া মাদরাসা মাঠ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:১৯
বিএনপির জনসভা: কানায় কানায় পূর্ণ সিলেটে আলিয়া মাদরাসা মাঠ
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানিয়ারি) নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নেতাকর্মী ঠাসা আলিয়া মাঠ এখনই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।


সকাল ১০টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের সড়কে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দলের নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১১টার দিকে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


সিলেট-১ আসনকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও বড় পরিসরে নির্বাচনী জনসভা আয়োজন করেছে বিএনপি।


এদিকে বুধবার (২১ জানুয়ারি) রাত থেকেই সিলেটসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নেন। মাঠের এক পাশে শামিয়ানা টানিয়ে, কেউ ত্রিপলের ওপর শুয়ে বসে রাত কাটান।


এরপর বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট নগরের বিভিন্ন এলাকা ছাড়াও হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে প্রবেশ করেন। সমাবেশ উপলক্ষে মাঠের পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ সম্পন্ন হয়েছে।


মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে।


এ দিকে বিএনপি সূত্রে জানা যায়, আজকের জনসভা থেকে সিলেট বিভাগে মোট ১৯টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।



বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তারেক রহমানের বক্তব্যের পাশাপাশি সিলেট জেলার ছয়টি ও সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে।


এ দিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবার রাতেই সিলেটে পৌঁছেছেন। তারা রাতে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেন।


জনসভাকে কেন্দ্র করে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com