সারাদেশ
খাগড়াছড়িতে ১১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০০:৪৯
খাগড়াছড়িতে ১১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।


বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন হল রুমে এই আয়োজন করা হয়। এতে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.আনোয়ার সাদাত প্রতিক বরাদ্দের করে ঘোষণা দেন।


এতে বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁইয়া-(ধানের শীষ),বাংলাদেশ জামায়াতে ইসলামী মো.এয়াকুব আলী- (দাঁড়ি পাল্লা),স্বতন্ত্র প্রার্থী সমিরণ দেওয়ান-(ফুটবল),স্বতন্ত্র ধর্ম জ্যোতি চাকমা-(ঘোড়া),স্বতন্ত্র জিরুনা ত্রিপুরা-(কলস), ইসলামী আন্দোলনের মো. কাউসার আজিজী-(হাত পাখা) বরাদ্দ দেয়া হয়।


একই সময় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমাকে-(রকেট),গণঅধিকার পরিষদ এর দীনময় রোয়াজাকে-(ট্রাক),জাতীয় পার্টির মিথিলা রোয়াজাকে-(লাঙল),ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম-(আপেল), বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফাকে-(হারিকেন) প্রতীক বরাদ্দ দেন।


এর আগে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া ১৫ জনপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন।


গত ৩ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ারসাদাত মনোনয়ন যাচাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৭ জনের মনোনয়ন বাতিল এবং ১ জনের প্রার্থীতা স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করলে আপিলের সিদ্ধান্তে আরও ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ফিরে পায়। এতে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৩ জনের মধ্যে ২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বোচনের ভোটের মাঠে থাকছেন ১১ জন প্রার্থী।


বিবার্তা/আল-মামুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com