সাভারে ৩ লাখ টাকা চাঁদা না পেয়ে ৬ লাখ টাকার গোলাপ বাগান কেটে ফেলেন দুর্বৃত্তরা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০০:২৫
সাভারে ৩ লাখ টাকা চাঁদা না পেয়ে ৬ লাখ টাকার গোলাপ বাগান কেটে ফেলেন দুর্বৃত্তরা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদা না পেয়ে সাভারে এক কৃষকের সাড়ে সাত হাজার গোলাপ ফুলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রাতের আধারে বনগাঁও ইউনিয়নের পাঁচ বনগ্রাম এলাকায় কৃষক মতিউর রহমানের গোলাপ ফুল ধরা সাড়ে সাত হাজার গাছ কেটে ফেলেন দুর্বৃত্তরা। এ ঘটনায় ঐ কৃষকের প্রায় ছয় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।


ক্ষতিগ্রস্ত কৃষক জানান, তিনি আতাউর রহমানের এক ব্যক্তির কাছ থেকে জমি কর্তন নিয়ে সাড়ে সাত হাজার গোলাপ ফুলের গাছ রোপণ করেন। পরে তার কাছে সম্প্রতি আবু সাঈদ নামের এক ব্যক্তি তিন লক্ষ টাকা চাঁদা দাবি করলে তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে রাতের আঁধারে দুর্বৃত্তরা ফুলের গাছগুলো কেটে ফেলেন।


এঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। গাছের সাথে এমন শত্রুতা করায় দুর্বৃত্তদের কঠোর শাস্তির দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক ও এলাকাবাসী।


এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com