নরসিংদীর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভির পাশাপাশি বডি ওন ক্যামেরাসহ দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০০:০৬
নরসিংদীর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভির পাশাপাশি বডি ওন ক্যামেরাসহ দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
নরসিংদী প্রতিনধি
প্রিন্ট অ-অ+

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নরসিংদীর ৫টি আসনে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।


বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৫টি আসনের ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।


এসময় তিনি জানান, নির্বাচনকে ঘিরে জেলার শতাধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ও আইনশৃঙ্খলা বাহিনী বডি ওন ক্যামেরা ব্যবহার করবে। প্রাথমিকভাবে জেলার শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরা হলেও পরবর্তীতে বিভিন্ন দিক বিবেচনায় এ সংখ্যা কমবেশি হতে পারে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে অন্যান্য কেন্দ্রগুলোতেও সিসিটিভি দেয়া হবে।


এছাড়া প্রতীক বরাদ্দের পর হতে আচরণবিধি প্রতিপালন বিষয়ে সার্বক্ষনিক নির্বাচনী এলাকা মনিটরিংয়ে থাকবে একাধিক কমিটি।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com