
রাজবাড়ীর পাংশা থানা এলাকা থেকে দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ সন্ত্রাসী মো. মিঠু শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের শেখপাড়া গ্রামের মেহেদীর বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মিঠু শেখ উপজেলার পালেরডাঙ্গী গ্রামের খোরশেদ শেখের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, মাদকসহ মোট ১০ টি মামলা রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মিঠু শেখ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। দীর্ঘ প্রচেষ্টায় তাকে ভোর রাতে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]