
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয়আসনে ২৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বুধবার ( ২১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা রিটার্নিং অফিসার নির্বাচনে অংশ নেয়া বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়া জেলাপ্রশাসক মো. ইকবাল হোসেন।
এর আগে জেলা রিটার্নিং কর্মকতা মো. ইকবাল হোসেন প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করেন এবংসকলকে আচরণ বিধি মেনে নির্বাচন পরিচালনা করার অনুরোধ জানান। নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ারও হুশিয়ারী দেন তিনি। এসময় জেলা নির্বাচন
অফিস ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বদ্বীতা করছেন।
আগামীকাল থেকে প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]