ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা দিচ্ছে সরকার
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৭:০৪
ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা দিচ্ছে সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা অনুদান দিচ্ছে দিচ্ছে সরকার।


ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হচ্ছে।


অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উত্থাপিত প্রস্তাব মঙ্গলবার অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ বিষয়ে সাংবাদিকদের তিনি জানান, শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে এক কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে। অনুদানের অর্থে কেনা ফ্ল্যাট কারা ব্যবহার করবেন- এমন প্রশ্নে তিনি বলেন, শহীদের স্ত্রী ও সন্তানরা সেখানে বসবাস করবেন।


অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ আজ শহীদের স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান বিন হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর, ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন।


এদিকে শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, রাষ্ট্র তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। এ ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।


এ ছাড়া চলতি বছরের ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com