
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনে ধানের শীষকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলেন বড় ছেলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার গৌরীপুরে তিনি প্রার্থীতা থেকে সরে দাঁঁড়ানোর ঘোষণা দেন।
জানা যায়, ২০ জানুয়ারি বিকেল ৫ টার পর ডা.ইয়াসির আরশাদ রাজন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের নিকট প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন জমা দেন। তবে র্নিধারিত সময় পেরিয়ে যাওয়ায় ডা. রাজনের প্রার্থীতা প্রত্যাহার হয়নি। ২১ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক বরাদ্দপান ডা. রাজন। এবিষয়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা.ইয়াসির আরশাদ রাজন বলেন, আমার দলের এবং আমার নেতার নির্দেশে আমি প্রার্থীতা প্রত্যাহার করেছি।
যেহেতু এটা রাজনীতি ও নির্বাচনের মাঠ একটা অন্য জিনিসি।
রাজনীতির মাঠে আমার মাথায় লবণ রেখে কাউকে বড়ই খেতে দিতে পারি না সেই বিষয়টি আমাকে দেখতে হবে। আমি সার্বিক দিক বিবচেনা করে মনে করেছি যেহেতু এখানে একাধিক স্বতন্ত্র প্রার্থী আছে। তাই আমি আমার মনোনয়ন প্রত্যাহারের এটা একটি গুরুত্বপূর্ণ কারণ। আর সব চেয়ে বড় কারণ যেটা আমাকে দল যা নির্দেশ ও আশ্বাস দিয়েছে সেটার ভিত্তিতে আমি আমার প্রার্থী প্রত্যাহার করেছি।
বিবার্তা/ইউসুফ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]