
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযানে অংশ নিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে আজ রাতে সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৮টায় বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
তিনি বলেন, সিলেট পোঁছে রাত সাড়ে ৮টায় তিনি সিলেটের হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে তিনি দক্ষিণ সুরমায় তাঁর শ্বশুর বাড়িতে বেড়াতে যাবেন।
এদিকে বিএনপির দলীয় সূত্রে জানা যায়, সিলেটে পৌঁছার পর বিমানবন্দর এলাকা সংলগ্ন একটি পাঁচ তারকা হোটেলে উঠবেন তারেক রহমান। সেখানে রাত্রিযাপন করে ২২ জানুয়ারি সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]