সারাদেশ
কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা খুন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ২২:২৯
কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা খুন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে বাবু হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া কলেজ বাজার ঈদগাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোস্তফা আলী (৬৫)। তিনি উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া কলেজ বাজার ঈদগাহপাড়া এলাকার মৃত মেছের আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মোস্তফা আলীর দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় ১৫ বছর আগে প্রথম স্ত্রী বজ্রপাতে মারা যান এবং দ্বিতীয় স্ত্রী মারা যান দুই বছর আগে। দুই স্ত্রীর মৃত্যুর পর জমি-জমার ভাগ-বণ্টন নিয়ে দ্বিতীয় স্ত্রীর ছেলে বাবু হোসেনের সঙ্গে মোস্তফা আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে বাবা-ছেলের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে বাবু তার বাবাকে হত্যার হুমকি দেয়। স্থানীয়দের ধারণা, ঝগড়া বিবাদের জেরে রাতের কোনো এক সময় ছেলে বাবু তার বাবাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
হত্যার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহত মোস্তফা আলীর ভাই মোমিন আলী থানায় একটি হত্যার অভিযোগ করেছেন। অভিযুক্ত বাবু হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আশা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



বিবার্তা/শরীফুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com