সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশ শুরু
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:১২
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশ শুরু
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।


সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।


এর আগে প্রথম নির্বাচনি জনসভায় খণ্ড খণ্ড মি‌ছিল নিয়ে যোগ দিতে শুরু করেন দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। য‌দিও বুধবার রাত থেকে সমাবেশ স্থলের একপাশে সা‌মিয়ানা টা‌ঙিয়ে ত্রিপলে শুয়ে বসে অনেকে রাত কা‌টিয়েছেন। এছাড়া আজ সকাল‌ থেকেই সিলেটের বি‌ভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।


সকাল সাড়ে আটটার দিকে মি‌ছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন বিএন‌পি জোট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। এসময় নেতাকর্মীরা খেজুর গাছ খেজুর গাছ স্লোগান দিয়ে জনসভ‌ার স্থলে প্রবেশ করেন।


এছাড়াও সিলেটের বি‌ভিন্ন উপজেলা থেকে বিএন‌পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনসভা স্থলে হা‌জির হয়েছেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনু‌ষ্ঠিতব‌্য নির্বাচন উপলক্ষে বিএন‌পির প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব‌্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com