
বাংলা সাহিত্য ও রাজনীতির ইতিহাসে কিছু মানুষের জীবন কেবল ব্যক্তিগত নয়, তা সময়ের দলিল হয়ে ওঠে। শরীফ উসমান হাদী তেমনই এক ব্যতিক্রমী নাম। কবিতার আবেগ, দ্রোহ ও মানবিকতা দিয়ে যাঁর যাত্রা শুরু, সেই পথই এক সময় তাঁকে নিয়ে যায় রাজনীতির কঠিন বাস্তবতায়। জীবনাবসানে এসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাঁর সমাধিস্থ হওয়া যেন এই দীর্ঘ পথচলার এক প্রতীকী ও তাৎপর্যপূর্ণ।
শরীফ উসমান হাদীর সাহিত্যচর্চার সূচনা কবিতা দিয়ে। তাঁর কবিতায় প্রেম ও সৌন্দর্যের পাশাপাশি স্পষ্ট হয়ে উঠেছিল সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। শোষণ, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর কণ্ঠ ছিল দৃঢ় ও নির্ভীক। এ দিক থেকে তাঁকে প্রভাবিত করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী দর্শন।
সময়ের টানে শরীফ ওসমান হাদী সাহিত্যজগতের গণ্ডি ছাড়িয়ে যুক্ত হন রাজনীতিতে। তাঁর কাছে রাজনীতি ছিল ক্ষমতার খেলা নয়, বরং মানুষের অধিকারের প্রশ্ন। গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক ন্যায়ের পক্ষে তিনি আজীবন অবস্থান নিয়েছেন। বক্তৃতা, প্রবন্ধ ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি চেষ্টা করেছেন রাজনীতিতে নৈতিকতা ও মানবিকতার জায়গা জোরালো করতে।
রাজনীতিতে সক্রিয় থেকেও তিনি কখনো কবিতাকে ত্যাগ করেননি। বরং রাজনীতির অভিজ্ঞতা তাঁর লেখাকে দিয়েছে আরও গভীরতা ও বাস্তবতা।
শরীফ উসমান হাদীর ব্যক্তিত্বে ছিল দৃঢ়তা ও সৌজন্যের বিরল সমন্বয়। তিনি ছিলেন স্পষ্টভাষী, কিন্তু বিদ্বেষহীন। মতাদর্শে আপসহীন, কিন্তু মানুষের প্রতি শ্রদ্ধাশীল। তাঁর চিন্তার কেন্দ্রে ছিল রাষ্ট্র নয়, মানুষ। তিনি বিশ্বাস করতেন রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হয়।
মৃত্যুর পর শরীফ উসমান হাদীকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে। এই ঘটনা সাহিত্য ও রাজনৈতিক অঙ্গনে গভীর আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই একে দেখছেন ইতিহাসের প্রতীকী ভাষা হিসেবে বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন আরেক বিদ্রোহী চেতনার ধারক।
সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের মতে, এটি কেবল একটি সমাধিস্থলের প্রশ্ন নয়; এটি আদর্শের উত্তরাধিকার। নজরুল যেভাবে কবিতা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, হাদীও তাঁর সময় ও বাস্তবতায় সেই একই চেতনা বহন করেছেন।
শরীফ উসমান হাদীর প্রয়াণে বাংলা সাহিত্য ও রাজনীতি হারাল এক প্রজ্ঞাবান কণ্ঠ। তবে তাঁর লেখা, চিন্তা ও সংগ্রাম রয়ে গেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা হয়ে। কবিতা থেকে রাজনীতি—এই দীর্ঘ যাত্রাপথে তিনি রেখে গেছেন এক স্পষ্ট বার্তা।
বিবার্তা/আবেদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]