
এক ঝাঁক শিশু-কিশোর ঘিরে স্বপ্নীল স্বর্গরাজ্য হয়ে ওঠা রাজধানীর পুরান ঢাকার এক টুকরো অংশ। সেই রাজ্যে টানা তিন দিন শিশু-কিশোরদের শৃঙ্খলাবদ্ধ অবস্থান এবং সেইসাথে স্নিগ্ধ মনকাড়া সুর, মোহনীয় শব্দমালা ও সুরেলা বাদ্যযন্ত্রের ঐক্যতানে মন্ত্রমুগ্ধকর এক আয়োজন। সেখানে এক ঝাঁক উদ্যমী শিশু-কিশোর স্বপ্নময় পৃথিবী গড়ার শপথে ঐক্যবদ্ধ। এত উপমা ও অলংকারে বিশেষায়িত করা যে আয়োজন ও উৎসবকে তার মূল নাম গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার ‘পঞ্চদশ শীতকালীন শিক্ষা সমাবেশ ২০২৬’।
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় কিশলয় কচিকাঁচার মেলার উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘পঞ্চদশ শীতকালীন শিক্ষা সমাবেশ ২০২৬’। শনিবার (১০ জানুয়ারি) ছিল এই আয়োজনের সমাপনী দিন।কেন্দ্রীয় কচিকাঁচার সার্বিক সহযোগিতায় গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার ললিতকলার শিক্ষার্থী, প্রশিক্ষক, কর্মী ও সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণ, তিন দিনব্যাপী নানা প্রতিযোগিতা সর্বোপরি বিচারকদের উপস্থিতিতে প্রতিযোগী শিশুদের পুরস্কৃত করা এইরকম বিন্যাসে জাঁকজমকপূর্ণ আয়োজনটি শুরু হয় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এবং সমাপ্ত হয় শনিবার।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে সমাপনী দিনের আয়োজনে সূচনা হয়। এরপর একে একে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাধারণ নৃত্য, লোক নৃত্য ও দলীয় অভিনয়ের প্রতিযোগিতা। সারাদিনব্যাপী এই সকল প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগের শিশুরা অংশগ্রহণ করে। সন্ধ্যা সাতটায় সমাপনী উৎসব শুরু হয়। একে একে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক কাইজার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এভারকেয়ার হাসপাতালের পরিচালক ডা. আরিফ মাহমুদ। এছাড়াও, কুমিল্লা পূর্বাশা ও মধুমতি কচি-কাঁচার মেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শনিবার দলীয় ও একক পরিবেশনের মাধ্যমে সমাপনী উৎসবটি হয়ে ওঠে জমজমাট। নাচে, গানে, অভিনয়ে মেলার প্রাঙ্গণে আনন্দের জোয়ার বয়ে যায়। তিন দিনব্যাপী এই আয়োজনের সভাপতিত্ব করেন গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু। সমগ্র এই আয়োজনের সঞ্চালনার দায়িত্ব পালন করেন গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার সাধারণ সম্পাদক নুসরাত ইয়াসমিন রূম্পা।
দীর্ঘ সময় ধরে ঐতিহ্যের সাথে শীতকালীন শিক্ষা সমাবেশের আয়োজন করে আসছে গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা। এবার বসেছিল এর ১৫তম আসর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই সমাবেশে নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে প্রতিযোগিতার মাধ্যমে শাণিত করতে ৪ থেকে ১৮ বছর বয়সী শিশু কিশোররা উপস্থিত হয়েছিল। মূলত, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও দলগত কাজের শিক্ষা রপ্ত করাই এই সমাবেশের মূল লক্ষ্য।
শিক্ষা সমাবেশে দলীয় প্রতিযোগিতার মধ্যে ছিল গান, আবৃত্তি, অভিনয়, মার্চপাস্ট, বিতর্ক, সাধারণ জ্ঞান, তাঁবু সজ্জা, তাঁবু জলসা।
এবারের সমাবেশে অংশগ্রহণকারী শিশুদের মহান দুই বাংলাদেশি বিজ্ঞানী-আচার্য জগদীশ চন্দ্র বসু এবং বিজ্ঞানাচার্য সত্যেন বসু-এর নামে দুটি পৃথক দলে বিভক্ত করা হয়। সত্যেন্দ্রনাথ বসু দলের দলনেতা সিয়াম মৃধা। জগদীশ চন্দ্র বসু দলের অধিনায়ক আশরাফুল। জগদীশ চন্দ্র বসু দলের সাথী মাহবুবুর রহমান খান। সত্যেন্দ্রনাথ বসু দলের সাথী মুক্তাদিরু রহমান খান শিফা।দুই দলের মধ্যে বিভক্ত শিশুদের মধ্যে ললিতকলার প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে সেরা শিশুদের বাছাই করা হয়। এর মাধ্যমে বাছাই করা হয় সেরা দলকে। তিন দিনের নানা প্রতিযোগিতার মাধ্যমে যাচাই বাছাইয়ের মাধ্যমে সেরা দল হিসেবে পুরস্কৃত হয় সত্যেন্দ্রনাথ বসু দল। অংশগ্রহণকারী প্রতিযোগিতাদের মধ্য থেকে শ্রেষ্ঠ কচিকাঁচা হয়, আয়েশা রহমান মায়েশা।সেরা সাথী অপরাজিতা রিপা এবংসেরা কর্মী নির্বাচিত হয় শুকরিয়া ইসলাম।
উল্লেখ্য, শিক্ষা সমাবেশের প্রথম দিন ৮ জানুয়ারি প্রতিযোগিতার শুরুতেই ছিল ছড়া গান, দেশাত্মবোধক গান, আবৃত্তি, দলীয় নাচ এবং বিভিন্ন খেলাধুলা। দ্বিতীয় দিন শুক্রবার (৯ জানুয়ারি) গল্প বলা, একক অভিনয় ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও দ্বিতীয় দিনে বিশেষ এক আকর্ষণ ছিল দুই দলের তাঁবু জলসা। এটি শীতকালীন শিক্ষা সমাবেশের সবচেয়ে জমজমাট অংশ। সত্যেন্দ্রনাথ বসু ও জগদীশ চন্দ্র বসু দুই দল নাচ, গান, অভিনয়ে নিজেদের জলসা উপস্থাপন করে। আগুনের শিখা জ্বালিয়ে শপথ নিয়ে শুরু করা জলসা মন ছুঁয়ে যায় সবার।
পঞ্চদশ এই শিক্ষা সমাবেশে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ লাইন্সের আরআরএফের কমান্ড্যান্ট রুমানা আক্তার। ২য় দিনের উদ্বোধনী অনুষ্ঠান ও মার্চ পাস্টের প্রধান অতিথি ছিলেন আকরামুল হাসান, এডিসি ওয়ারী। সমাবেশের ২য় দিনের তাবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২বার আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার প্রাপ্ত মেরিনা তাবাসসুম।
পঞ্চদশ শীতকালীন শিক্ষা সমাবেশের ‘সমাবেশ অধ্যক্ষ’ হিসেবে দায়িত্ব পালন করেন ড. সৈয়দ হাসান আব্দুল্লাহ এবং ‘সমাবেশ সচিব’ হিসেবে দায়িত্ব পালন করেন এহেতেশাম খান সিদ্দিকী হিমেল। এছাড়াও, সমাবেশে বিভিন্ন দায়িত্ব পালন করেন এহেতেশাম খান সিদ্দিকী হিমেল ও নুসরাত ইয়াসমিন রুম্পা, জিসান মাহমুদ, কাজী আকিফ আকাশ, তানজিদ মোর্শেদ খান নিবীড়, আশরাফুল ফাহিম আহমেদ, নাদিরা ইয়াসমিন রিংকু, জিসান মাহমুদ, জান্নাতুল লাবিবা খান দিহান, অপরাজিতা রিপা, জান্নাতুল লাবিবা খান দিহান, রাজিয়া সুলতানা, সুমি সাহা, স্মৃতি বাড়ৈ, নাহিদ সুলতানা, খাদিজা আক্তার রুনা, নুরুন নাহার, হুমায়রা হামিদ হুমা, মনোজ রায়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]