
আমরা শিশু আমরা কিশোর
ইশকুলেতে যাব,
লেখাপড়া শিখে মোরা
অনেক বড় হব।
দেশ ও জাতির উন্নয়নে
সু-শিক্ষাই মূল,
নকল থেকে থাকব দূরে
ফুটাবো সব ফুল।
লক্ষ্য মোদের সত্য সুন্দর
চলব সঠিক পথে,
সকল আঁধার মুছে দেব
অরুপ আলোর রথে।
শিক্ষা গুরুর আদেশ নিষেধ
চলব সদা মেনে,
মানুষ গড়ার কারিগরদের
রাখব আপন জেনে।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]