জাঁকজমকপূর্ণ আয়োজনে সমাপ্তি হলো কচিকাঁচার মেলার শীতকালীন শিক্ষা সমাবেশের
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০২:১৪
জাঁকজমকপূর্ণ আয়োজনে সমাপ্তি হলো কচিকাঁচার মেলার শীতকালীন শিক্ষা সমাবেশের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার উদ্যোগে তিন দিনব্যাপী ‘পঞ্চদশ শীতকালীন শিক্ষা সমাবেশ ২০২৬’-এর সমাপ্তি হলো শনিবার (১০ জানুয়ারি)। কিশলয় কচিকাঁচার মেলার ললিতকলার শিক্ষার্থী, প্রশিক্ষক, কর্মী ও সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণ ও কেন্দ্রীয় কচিকাঁচার সহযোগিতায় জাঁকজমকপূর্ণ আয়োজনটি শুরু হয় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এবং সমাবেশটি সমাপ্ত হয় শনিবার।


শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে সমাপনী দিনের আয়োজনের সূচনা হয়। এরপর একে একে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাধারণ নৃত্য, লোক নৃত্য ও দলীয় অভিনয়ের প্রতিযোগিতা। সারাদিনব্যাপী এই সকল প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগের শিশুরা অংশগ্রহণ করে।সন্ধ্যা সাতটায় সমাপনী উৎসব শুরু হয়। একে একে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক কাইজার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এভারকেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফ মাহমুদ। এতে সভাপতিত্ব করেন গেন্ডারিয়া কিশলয় কচি কাঁচার মেলা-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার সাধারণ সম্পাদক নুসরাত ইয়াসমিন রূম্পা।


শনিবার দলীয় ও একক পরিবেশনের মাধ্যমে সমাপনী উৎসবটি হয়ে ওঠে জমজমাট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই সমাবেশ ১০ জানুয়ারি পর্যন্ত পুরান ঢাকার গেন্ডারিয়ায় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে এই অনুষ্ঠিত হয়। ৪ থেকে ১৮ বছর বয়সী শিশুদের প্রতিভা বিকাশ এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও দলগত কাজের শিক্ষা রপ্ত করাই এই সমাবেশের মূল লক্ষ্য।


এবারের সমাবেশে অংশগ্রহণকারী শিশুদের মহান দুই বাংলাদেশি বিজ্ঞানী-আচার্য জগদীশ চন্দ্র বসু এবং বিজ্ঞানাচার্য সত্যেন বসু-এর নামে দুটি পৃথক দলে বিভক্ত করা হয়। দুই দলের মধ্যে বিভক্ত শিশুদের মধ্যে ললিতকলার প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে সেরা শিশুদের বাছাই করা হয়। এর মাধ্যমে বাছাই করা হয় সেরা দল্কে। সেরা দল হিসেবে পুরস্কৃত হয় সত্যেন্দ্রনাথ বসু দল। এছাড়া বেছে নেওয়া হয় সেরা কচিকাঁচা শিক্ষার্থীকেও।


উল্লেখ্য, শিক্ষা সমাবেশের প্রথম দিন ৮ জানুয়ারি প্রতিযোগিতার শুরুতেই ছিল ছড়া গান, দেশাত্মবোধক গান, আবৃত্তি, দলীয় নাচ এবং বিভিন্ন খেলাধুলা। দ্বিতীয় দিন ৯ জানুয়ারি গল্প বলা, একক অভিনয় ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়।


পঞ্চদশ শীতকালীন শিক্ষা সমাবেশের ‘সমাবেশ অধ্যক্ষ’ হিসেবে দায়িত্ব পালন করেন ড. সৈয়দ হাসান আব্দুল্লাহ এবং ‘সমাবেশ সচিব’ হিসেবে দায়িত্ব পালন করেন এহেতেশাম খান সিদ্দিকী হিমেল।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com