শিরোনাম
মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৫
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৭, ১০:২৬
মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৫
আর্ন্তজাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের এক বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১২ নারীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা শহরের ব্যস্ততম কমলা মিলস কম্পাউন্ড ভবনে থাকা একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। নিহতদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।


বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বহুতল ওই ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।


ভবনের তৃতীয় তলা থেকে আগুন দ্রুত ভবনের আশপাশের রেস্টুরেন্ট ও অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। ওই ভবনে বিভিন্ন বহুজাতিক সংস্থার কার্যালয়, কিছু মিডিয়ার কার্যালয় ও রেস্টুরেন্ট রয়েছে।


পুলিশ জানিয়েছে, হতাহতের শিকার বেশিরভাগ লোক ওই রেস্টুরেন্টে একটি জন্মদিনের পার্টিতে এসেছিলেন।


খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিন ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। ভবন থেকে উদ্ধার করা আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করেছে। সূত্র: এনডিটিভি


বিবার্তা/শারমিন


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com