
সউদি আরব সরকার সেদেশের বিদ্যুতের মূল্য ‘সংশোধন’ করেছে। সংশোধিত মূল্যহার মন্ত্রীসভায় অনুমোদিতও হয়েছে এবং তা আগামী ১ জানুয়ারি থেকে বলবৎ হবে।
সউদি আরবের ইলেক্ট্রিসিটি অ্যান্ড কোজেনারেশন অথরিটি (ইসিআরএ) মঙ্গলবার এ খবর দিয়েছে।
সংশোধিত মূল্যহার অনুযায়ী আবাসিক গ্রাহকদের প্রতি মাসে ১-৬০০০ কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ ব্যবহারের জন্য ব্যয় হবে প্রতি কিলোওয়াটে ১৮ হালালা বা ১৮ পয়সা।
বাণিজ্যিক গ্রাহকদের প্রতি মাসে ১-৬০০০ কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ ব্যবহারের জন্য ব্যয় হবে প্রতি কিলোওয়াটে ২০ হালালা বা ২০ পয়সা। তবে ৬০০০ কিলোওয়াট/ঘণ্টার বেশি বিদ্যুৎ ব্যবহারের জন্য ব্যয় হবে প্রতি কিলোওয়াটে ৩০ হালালা।
কৃষিক্ষেত্রে কিংবা অলাভজনক সংস্থা, ফাউন্ডেশন ও দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি মাসে ১-৬০০০ কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ ব্যবহারের জন্য ব্যয় হবে প্রতি কিলোওয়াটে ১৬ হালালা। তবে বিদ্যুৎ ব্যবহার ৬০০০ কিলোওয়াট/ঘণ্টা ছাড়িয়ে গেলে প্রতি কিলোওয়াটে ২০ হালালা বিল বাবদ দিতে হবে।
এছাড়া বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলকে প্রতি মাসে প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ ব্যবহারের জন্য দিতে হবে প্রতি কিলোওয়াটে ২১ হালালা। শিল্প খাতে এ হার হবে ১৮ হালালা এবং সরকারি খাতে ৩২ হালালা।
ইসিআরএ বলেছে, এ পদক্ষেপ আমাদের অর্থনৈতিক দক্ষতা বাড়াবে এবং ক্রমেই আমাদের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হতে থাকা তেলবহির্ভূত খাতকে জোরদার করবে। এছাড়া এতে আমাদের প্রাকৃতিক সম্পদের ব্যবহারও যৌক্তিক পর্যায়ে নেমে আসবে। সূত্র : সউদি গেজেট
বিবার্তা/হুমায়ুন/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]