ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছেন, এ বার তাঁর সাধ, একজন বাঙালিকে ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখা।
সোমবার পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতার একটি স্কুলের অনুষ্ঠানে এ বাসনা ব্যক্ত করেন প্রণব মুখোপাধ্যায়। এ কথা বলার পরই তিনি রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মের ভূয়সী প্রশংসা করতে থাকেন। ফলে শুরু হয় গুঞ্জন, প্রণববাবু কি তবে মমতাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আগ্রহী?
জাতীয় রাজনীতিতে বিরোধী নেত্রী হিসেবে ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন তৃণমূল নেত্রী মমতা। তবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট না গড়ে একা লড়ার যে ইঙ্গিত তৃণমূল নেত্রী দিয়ে রেখেছেন, তাতে এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের সিংহভাগ জিতে জাতীয় রাজনীতিতে নিজের ‘ওজন’ প্রতিষ্ঠা করাই তাঁর লক্ষ্য বলে দলীয় সূত্রের খবর। অনেকের অভিমত, এই অবস্থায় প্রণববাবুর এ দিনের ইঙ্গিত ঘোলা জলে একটু নাড়া দিতে পারে।
সোমবার আমতার তাজপুরে এম এন রায় ইনস্টিটিউশনের অনুষ্ঠানে এসেছিলেন প্রণব মুখোপাধ্যায়। এই স্কুলেই তিনি শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। বক্তৃতায় তিনি বলেন, ‘‘আমি রাষ্ট্রপতি হয়েছি ঠিকই। কিন্তু এখনও পর্যন্ত কোনো বাঙালি প্রধানমন্ত্রী আমরা পাইনি। বাঙালিদের জন্য এই পদটি খালি আছে।’’
এরপরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা কী সুন্দর রাজ্য চালাচ্ছেন। নিজের দলকে শক্তিশালী করেছেন। নিজের মতো করে উন্নয়ন করছেন।’’
১৯৫৭ সালের ফেব্রুয়ারি মাসে এই শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। খুব বেশিদিন অবশ্য ছিলেন না। তবে তাঁর এই স্বল্পমেয়াদি শিক্ষক জীবনকে যে তিনি ভুলতে পারেননি, সেকথা জানিয়ে প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘‘মাস তিন-চার পরে আমি চলে যাই। তারপরে অন্য স্কুল-কলেজে প্রায় ১০ বছর পড়িয়েছি। সেটাও ছেড়ে দীর্ঘ ৪৮ বছর ধরে রাজনীতি করেছি। কিন্তু প্রথম চাকরির কথা আমি ভুলিনি।’’
তাঁর বক্তব্য, ‘‘এই স্কুলের একজন শিক্ষক পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছেন বলে এমন ধারণা করা ঠিক হবে না যে, এই স্কুলের শিক্ষক বলেই আমি রাষ্ট্রপতি হতে পেরেছি। কিন্তু ছাত্র-ছাত্রীদের একটা কথা বলতে পারি, সম্ভাবনা সবার মধ্যে আছে। তার সদ্ব্যবহার করে এই স্কুলের কোনো ছাত্র কেন প্রধানমন্ত্রী হতে পারবে না!’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
বিবার্তা/হুমায়ুন/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]