শিরোনাম
ক্রাউন প্রিন্সকে সফরের আহবান ইসরায়েলি মন্ত্রীর
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৫১
ক্রাউন প্রিন্সকে সফরের আহবান ইসরায়েলি মন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের ইন্টেলিজেন্স মন্ত্রী উইসরায়েল কাটজ তেল আবিবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফর চান। স্থানীয় সময় বুধবার কাটজের মুখপাত্রের বরাতে এ কথা জানা যায়।


মুখপাত্র আরিয়ে শালিকার ওই মন্ত্রীকে উদ্ধৃত করে জানান, তিনি চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রিয়াদে আমন্ত্রণ জানানো হোক। পাশাপাশি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানান তিনি।


বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যেই এই আহবান।


সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ ও তেল আবিবের মধ্যে একাধিক গোপন বৈঠকের কথা চাউর হয়ে আসছিল বারবার। এরকম গোপন যোগাযোগের কথা গত নভেম্বরে প্রথম বারের মতো প্রকাশ করেন ইসরায়েলের খনিজ মন্ত্রী ইউভাল স্টেইনিটজ।


উল্লেখ্য, মক্কা ও মদিনার হেফাজতকারী হিসেবে মুসলিম বিশ্বের অন্যতম প্রতিনিধিত্বকারী সৌদি আরব। কিন্তু ফিলিস্তিনসহ সারা বিশ্বের মুসলিমদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত ইসরায়েলের সাথে এমন আঁতাত মোটেও ভালভাবে নিতে পারছে না মুসলিম উম্মাহ। সূত্র: এএফপি


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com