শিরোনাম
‘খবরটি সত্য নয়’
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:২৭
‘খবরটি সত্য নয়’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পবিত্র জমজমের পানির একটি নতুন উৎসের সন্ধান মিলেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ভাইরাল (বহুলপ্রচারিত) হয়েছে, দু'টি পবিত্র মসজিদ দেখাশোনার দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।


দ্য প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ারস অব দ্য টু হলি মস্ক'স-এর মুখপাত্র আহমাদ আল-মনসূরী বলেন, সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত ভিডিওটিতে যে ঝর্ণাটি দেখা যাচ্ছে তা একটি পুরনো কুপের অংশ। এর সঙ্গে জমজম কুপের কোনো সংশ্রব নেই।


''মক্কা ডেইলি'' পত্রিকা জানায়, জমজম কুপের অবস্থান পবিত্র ক্বাবা'র ২০ মিটার পূর্ব দিকে আর ভিডিওতে প্রদর্শিত ঝর্ণাটি জমজম কুপের প্রাকৃতিক উৎস থেকে ৪০ মিটার দূরে অবস্থিত।


জমজম কুপের কাছে চলমান খননকাজে নিয়োজিত কর্মীদের একজন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন এই বলে যে, এটি জমজম কুপের পানির একটি উৎস, যার কথা আগে জানা ছিল না। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com