শিরোনাম
যৌন হয়রানি বাড়ছে ইসরায়েলের সেনাবাহিনীতে
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৭, ০১:১৪
যৌন হয়রানি বাড়ছে ইসরায়েলের সেনাবাহিনীতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলি সেনাবাহিনীর ভেতর ২০১২ সাল থেকে প্রতি বছরই বেড়ে চলেছে যৌন হয়রানির সংখ্যা। এ বছরের সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে এমন অভিযোগ বেড়েছে শতকরা আরো ১০ ভাগ।


আরবি ২১ অনলাইন নিউজপেপারের এক প্রতিবেদন থেকে জানা যায়, যৌন হয়রানির মাত্রা এভাবে বাড়তে থাকলে অচিরেই তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। এরকম নির্যাতন ঠেকাতে তাই ইতোমধ্যে এক কম্পিউটার ভিত্তিক শিক্ষা কর্মসূচি হাতে নিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।


এ বছরের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনীর এক অভ্যন্তরীণ জরিপে দেখা যায়, সেদেশে প্রতি ছয় জনে এক জন নারী সেনা যৌন হয়রানির শিকার হন। এমনকি ১৫ দশমিক ৬ শতাংশ অভিযোগে ভয়াবহ যৌন আচরণের তথ্য উঠে আসে।


উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের এক জরিপে ৬০ শতাংশ ইসরায়েলি নারী সেনা অভিযোগ করেন, সমগ্র সেনাবাহিনীর ভেতর এক 'যৌনময় পরিবেশ' তৈরি করে রাখা হয়েছে। সেখানে যৌন কৌতুক, ঠাট্রা এমনকি 'আহত হবার মতো' যৌন মন্তব্য করা হয়। সূত্র: প্রেস টিভি


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com