শিরোনাম
শপথ নিয়েই সেবার অঙ্গীকার নানগাগোয়ার
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৭, ২১:০২
শপথ নিয়েই সেবার অঙ্গীকার নানগাগোয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শপথ নিয়েই জিম্বাবুয়ের সকল মানুষের সেবার অঙ্গীকার করলেন প্রেসিডেন্ট এমারসন নানগাগোয়া। শুক্রবার শপথের পরপরই রাজধানী হারারের এক স্টেডিয়াম ভর্তি সমর্থকদের উদ্দেশে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


তিনি বলেন, এমন দায়িত্বারোপের জন্য দেশবাসীর প্রতি 'গভীরভাবে বিনীত' আমি। পাশাপাশি জিম্বাবুয়ের রাজনৈতিক ও জাতিগত বিভক্তির ব্যাপারে বিস্মৃত নন বলেও জানান এই জনপ্রিয় নেতা।


তবে এতো দ্বন্দ্ব আর টানাপোড়েন সত্ত্বেও এদিন ক্ষমতা নিয়ে পূর্বসূরি রবার্ট মুগাবের প্রতি সম্মান জানাতে ভোলেননি নানগাগোয়া। তিনি মুগাবেকে 'একজন পিতা, পরামর্শক, স্বাধীনতার সশস্ত্র বিপ্লবী এবং তার নেতা' বলে অভিহিত করেন।


উল্লেখ্য, ৩৭ বছরের দাপুটে কর্তৃত্বের পর নিজের স্ত্রীকে ক্ষমতায় বসানো নিয়ে তুমুল বিতর্কিত হন রবার্ট মুগাবে। অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে জিম্বাবুয়ের জনতা। এর ভেতর দিয়ে যার জনপ্রিয়তা তার জন্য কাল হয়ে দাঁড়ায় সেই এমারসন নানগাগোয়ার পক্ষে দেশটির সিপাহি-জনতা এক ঐতিহাসিক অভ্যুত্থান সংঘটিত করে।


আজ থেকে জিম্বাবুয়ের নতুন ইতিহাস প্রেসিডেন্ট এমারসন নানগাগোয়া। সূত্র: বিবিসি


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com