শিরোনাম
দক্ষিণ সুদানে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ২৭
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ২২:০৮
দক্ষিণ সুদানে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ সুদানের সরকারি বাহিনীর উপর মারাত্মক হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহীরা।


জানা যায়, স্থানীয় সময় বুধবারের এ হামলায় সরকারের ৩ সেনা ও বিরোধী দলীয় নেতা রিয়েক মাচারের অনুগত ২৪ জন কর্মী নিহত হন।


ওদিকে বিদ্রোহীদের মুখপাত্র ল্যাম পল গ্যাব্রিয়েল জানিয়েছেন, এখন পর্যন্ত কতজন নিহত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান তার কাছে নেই। অবশ্য শুষ্ক মৌসুমের শুরুতেই এমন হতাহতের আশঙ্কা করছিলেন বিশ্লেষকরা।


সেদেশে এখন পর্যন্ত সেনা-বিদ্রোহী সংঘর্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এমনকি আফ্রিকার সর্ববৃহৎ শরণার্থী সংকটে নিমজ্জিত দেশ দক্ষিণ সুদান। এরকম সহিংসতায় প্রতিদিন দেশটির দুই-তৃতীয়াংশ তথা ১,৩০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন ব্যহত হয়।


উল্লেখ্য, ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা প্রাপ্তির পর থেকেই রক্তগঙ্গায় ভাসছে দক্ষিণ সুদান। সূত্র: এএফপি, রয়টার্স


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com