শিরোনাম
সউদি আরবে আবার অবৈধ বিদেশি ধরপাকড়
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ২০:২১
সউদি আরবে আবার অবৈধ বিদেশি ধরপাকড়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সউদি আরবে আবার অবৈধ বিদেশিদের ধরপাকড় শুরু হয়েছে। সউদি গেজেট জানায়, গত শনিবার থেকে বুধবার পর্যন্ত পাঁচ দিনে অবৈধভাবে বসবাসকারী ৪০ হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়েছে। এদের মধ্যে প্রায় এক হাজার নারী।


সউদি রাজধানী রিয়াদের ডেপুটি আমীর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রাহমান বলেন, আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীদের দেশ থেকে সমূলে উচ্ছেদ করতে নিরাপত্তা কর্তৃপক্ষ সর্বাত্মক অভিযানে নেমেছে।


তিনি বলেন, আমরা কারো প্রতি দয়াও করবো না, পক্ষপাতিত্বও করবো না। দেশের প্রতিটি কোণা থেকে অবৈধ বিদেশিদের গ্রেফতার করতে নিরাপত্তা বাহিনী সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। আমাদের নিরাপত্তার জন্যই তারা এ কাজ করছে।


তিনি বলেন, আইন পরিষ্কার। কোনো সউদি নাগরিক কোনো অবৈধ বিদেশিকে সাহায্য করলে, আশ্রয় দিলে কিংবা যাতায়াতসুবিধা দিলে তাকে অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে।


নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, আটককৃতদের ৯৮%ই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। এসময় তাদেরকাছ থেকে মদ, মাদক, চোরাই মাল, বেআইনী মালামাল ও জাল কাগজপত্রও উদ্ধার করা হয়।


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com