শিরোনাম
পদত্যাগ করবেন না মুগাবে
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৭, ১০:০৩
পদত্যাগ করবেন না মুগাবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পদত্যাগের জন্য ব্যাপক চাপের মধ্যেও ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন জিম্বাবুয়ের গৃহবন্দী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। এমনকি আসন্ন কংগ্রেসে নিজের জানু-পিএফ পার্টিকে নেতৃত্ব দেয়ার আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন তিনি। জাতির উদ্দেশে রবিবার রাতে দেয়া টেলিভিশন ভাষণে তিনি একথা বলেন।


সরাসরি প্রচারিত ভাষণে মুগাবে বলেন, ডিসেম্বরে তার পার্টির কংগ্রেসে তিনি সভাপতিত্ব করবেন। কয়েক সপ্তাহের মধ্যে পার্র্টি কংগ্রেস হবে এবং আমি সেখানে সভাপতিত্ব করবো। এটি অবশ্যই কারো দ্বারা পক্ষপাতদুষ্ট হওয়া উচিত নয়। জনগণের চোখে এর ফলাফলকে আপসের মতো করে দেখানো ঠিক হবে না।


দলীয় প্রধানের পদ থেকে বহিষ্কারের পর মুগাবেকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টারও কম সময় বেঁধে দিয়েছে জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি। সোমবার দুপুরের মধ্যে পদত্যাগ না করলে তাকে অভিশংসনের মুখোমুখি হতে হবে।


তবে এর পরপরই জাতির উদ্দেশে দেয়া ওই ভাষণে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট মুগাবে।


জিম্বাবুয়ের রাজনৈতিক পর্যবেক্ষক ও দেশবাসীরা আশা করেছিলেন প্রায় ৪০ বছর ধরে ক্ষমতায় থাকা মুগাবে পদত্যাগের ঘোষণা দেবেন। তবে ২০ মিনিটের এই ভাষণে তিনি জাতির সমস্যার কথা স্বীকার করে ক্ষমতায় থাকার কথা বলেন।


চলতি মাসের শুরুর দিকে মুগাবে তার ভাইস প্রেসিডেন্ট ও দলীয় পদ থেকে এমারসন নানগাওয়াকে বহিষ্কার করেন। কিন্তু নানগাওয়াকে একসময় মুগাবের উত্তরসূরি বিবেচনা করা হত, তাকে বহিষ্কারের পর সে জায়গায় মুগাবের স্ত্রী গ্রেসের নাম চলে আসে।


এ নিয়ে দলীয় কোন্দলের মধ্যেই বুধবার সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেয় এবং মুগাবেকে গৃহবন্দি করে। সেনারা দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই মুগাবের ক্ষমতা দুর্বল হয়ে এসেছে।


তবে এরপরও তিনি টেলিভিশনের ভাষণে পদত্যাগ না করার ঘোষণায় মুগাবের সাবেক মিত্ররা এর নিন্দা করেছেন। এই ঘোষণার প্রতিবাদে বিরোধীরা আবারো রাজপথে নেমে আসবে বলে তারা মনে করছেন।


মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বরখাস্ত করে রবিবার তার জায়গায় স্থলাভিষিক্ত কার হয়েছে নানগাওয়াকে এবং একইসাথে পলাতক ফার্স্ট লেডি গ্রেসকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com