শিরোনাম
ঘূর্ণিঝড়ের মধ্যেই জাপানে আগাম নির্বাচন
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ১৮:৩৮
ঘূর্ণিঝড়ের মধ্যেই জাপানে আগাম নির্বাচন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাপানে আগাম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এদিকে দেশটির একটি অংশে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে ১০ হাজারের মতো লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে। বাতিল করা হয়েছে কয়েকশ বিমানের ফ্লাইট এবং রেল শিডিউল।


জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, ক্যাটাগরি-৪ ধরনের ঘূর্ণিঝড় ‘ল্যান’ দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। রবিবার বিকাল নাগাদ এটি উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে।


আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ল্যান ধীরে ধীরে দুর্বল হচ্ছে। তবে এটি এখনও বেশ শক্তিশালী। এর প্রভাবে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল নাগাদ এটি রাজধানী টোকিওতে অগ্রসর হবে এবং সেখানে ভূমিধসও হতে পারে।


ঘূর্ণিঝড়ের কারণে জাপানের বিভিন্ন স্থানে ২০ হাজারের মতো পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে। শিনজো আবে বলেছেন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এবং কারও মৃত্যু যাতে না ঘটে, সেজন্য কাজ করছে তার সরকার।


জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই আগাম নির্বাচনের ডাক দেন। বুথফেরত জরিপে শিনজো আবের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এগিয়ে রয়েছে।


তবে বৈরি আবহাওয়ার কারণে নির্বাচনে ভোটারের উপস্থিতি কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে দেশটিতে ২০০৬ এবং ২০১২ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়।


বিরোধীদল ছাড়াও অনেক ভোটার আগাম এই নির্বাচনের বিপক্ষে মত দিয়েছেন। বিশেষ করে আবে এবং তার সরকারের দু’বার দুর্নীতির অভিযোগের বিষয়টি সামনে এনে এই নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী আবে।


বিরোধী দলগুলোর দাবি, নিজের সুবিধার জন্যই এই আগাম নির্বাচনের আয়োজন করেছেন আবে। দুই তৃতীয়াংশ ভোটে নিজের দল জয়ী হবে বলে আশাবাদী আবে।


বিবার্তা/সোহাগ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com