শিরোনাম
কাতালান বিচ্ছিন্নতা ঠেকাতে স্পেনের আলটিমেটাম
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৭, ১৬:২০
কাতালান বিচ্ছিন্নতা ঠেকাতে স্পেনের আলটিমেটাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাতালোনিয়ার স্বায়ত্বশাসন কেড়ে নেয়ার কড়া হুঁশিয়ারি দিলো স্পেনের ক্ষমতাসীন সরকার।


বৃহস্পতিবার বিচ্ছিন্নতাবাদী আইনপ্রণেতারা পার্লামেন্টে স্বাধীনতার পক্ষে ভোট দিতে পারেন কাতালান নেতা পুজেমন্তের এমন মন্তব্যের পর প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারের ভেতর উত্তেজনা আরো চরমে উঠেছে।


এমনকি ভেবেচিন্তে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য চার্লস পুজেমন্তকে সময়ও বেধে দিয়েছে স্পেনের কেন্দ্রীয় সরকার। গত ১ অক্টোবর স্বাধীনতার ঘোষণাপত্রে সাক্ষরের পরপরই সেটা স্থগিত করে সংলাপের আহ্বান জানান পুজেমন্ত।


ডেডলাইনের প্রতিক্রিয়ায় পুজেমন্ত এক উদ্ধত চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়কে দোষারোপ করে বলেন, আমাদের সমস্ত প্রচেষ্টা এবং সংলাপের সদিচ্ছা সত্ত্বেও তিনি (রাজোয়) সংঘাত উস্কে দিচ্ছেন।


রিপোর্টে বলা হয়, আলটিমেটাম অনুযায়ী মাদ্রিদ সরাসরি নিয়ন্ত্রণের কোনো রকম চেষ্টা করলে তিনিও বসে থাকবেন না বলে জানিয়েছেন।


উল্লেখ্য, কাতালোনিয়ার স্বাধীনতাকে কেন্দ্র করে স্পেনে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে। সূত্র: বিবিসি


বিবার্তা/শাহনেওয়াজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com