শিরোনাম
আবারো ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:০০
আবারো ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। শুক্রবার রাজধানী তেহরানে সামরিক কুচকাওয়াজ শেষে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি সফল হয়েছে বলে দাবি করেছে দেশটি।

 

উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইরান। দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-তে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি আকাশে ছোড়া হচ্ছে। এটির পাল্লা দুই হাজার কিলোমিটার বলে জানানো হয়।  

 

ভিডিওতে চারটি আলাদা অ্যাঙ্গেল থেকে টেলিমেট্রি ক্যামেরার মাধ্যমে ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলাদা আলাদা ফুটেজ ধারণ করা হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিচালক জানান, ‘খোররামশাহর’ নামের ক্ষেপণাস্ত্রটি থেকে ওয়ারহেড বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মুহূর্তটিও ভিডিওতে ধারণ করা হয়েছে।

 

 

এর আগে, শুক্রবার সকালে প্রেসিডেন্ট হাসান রুহানি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। ‘খোররামশাহর’ হচ্ছে ইরানের দুই হাজার পাল্লার তৃতীয় ক্ষেপণাস্ত্র। কয়েক বছর আগে একই পাল্লার ‘কাদ্র-৫’ এবং ‘সেজ্জিল’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

 

ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেন, আগের দুই ক্ষেপণাস্ত্রের চেয়ে এটি আকারে ছোট এবং বেশি কার্যকর।

 

ইরানের দাবি, দেশটির সামরিক সক্ষমতা সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং অন্য কোনো দেশকে হুমকি দেয়ার কোনো লক্ষ্য তেহরানের নেই। একইসঙ্গে ইরান সতর্ক করে একথাও বলেছে, আক্রান্ত হলে আগ্রাসী শক্তিকে সমুচিৎ জবাব দেয়ার জন্যও তেহরান প্রস্তুত রয়েছে।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com