শিরোনাম
লন্ডনে লাইসেন্স হারাচ্ছে উবার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৫
লন্ডনে লাইসেন্স হারাচ্ছে উবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবার লন্ডনের রাস্তায় চলাচলের লাইসেন্স হারাচ্ছে। বিবিসি ‍এক প্রতিবেদনে শুক্রবার এই বিষয়ে জানা যায়।


প্রতিবেদনে জানানো হয়, ‘উবারের লাইসেন্স যে আর নবায়ন করা হবে না, তা তাদের জানিয়ে দিয়েছে লন্ডন ট্রান্সপোর্ট অথরিটি।’


লন্ডনের ওই নিয়ন্ত্রক সংস্থা বলছে, উবারের দায়িত্বশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি পরিলক্ষিত হয়েছে, যা নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।


লন্ডনে উবারের লাইসেন্সের মেয়াদ চলতি মাসের শেষ দিকে নবায়ানের কথা ছিলো। তবে উবার কর্তৃপক্ষ ট্রান্সপোর্ট অথরিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। এই মামলার নিষ্পত্তির আগ পর্যন্ত লন্ডনে উবারের কোনো বাধা নেই।


এমতাবস্থায় এই সিদ্ধান্তের বিপক্ষে অবিলম্বে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে উবার কর্তৃপক্ষ। তবে আদালতের রায়ে আবেদন না টিকলে ৪০ হাজার চালকের কর্মসংস্থানের টান পড়বে।


অবশ্য লন্ডনের মেয়র সাদিক খান ট্রান্সপোর্ট অথরিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, লন্ডনবাসীর জন্য ঝুঁকি তৈরি হলে উবারকে ফের লাইসেন্স দেয়া হবে ভুল সিদ্ধান্ত।


বিশ্বের বিভিন্ন বড় শহরে জনপ্রিয় হলেও উবারকে বিভিন্ন দেশে আইনি জটিলতা ও সমালোচার মুখে পড়তে হয়েছে। লন্ডনেও উবারের কার্যক্রম ও শর্ত নিয়ে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, ব্ল্যাক ক্যাবের চালক ও আইনপ্রণেতাদের রয়েছে দ্বিমত।


উল্লেখ্য, যুক্তরাজ্যের আগে ডেনমার্ক, হাঙ্গেরিসহ বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আইনি লড়াইয়ে হারতে হয়েছে উবারকে।


বিবার্তা/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com