শিরোনাম
‘রকেটম্যান ও কুকুরের ঘেউ ঘেউ' নিয়ে উদ্বিগ্ন বিশ্ব
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫০
‘রকেটম্যান ও কুকুরের ঘেউ ঘেউ' নিয়ে উদ্বিগ্ন বিশ্ব
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার আস্ফালন নতুন মাত্রা পেয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘রকেটম্যান' হিসেবে বর্ণনা করে সে দেশকে নিশ্চিহ্ন করে দেবার যে হুমকি দিয়েছিলেন, তার জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো ট্রাম্পকে ‘বার্কিং ডগ' হিসেবে উল্লেখ করে তাচ্ছিল্য দেখালেন। তিনি বলেন, ‘‘ট্রাম্প যদি মনে করে থাকেন যে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে তিনি আমাদের অবাক করে দেবেন, তাহলে তিনি অবশ্যই স্বপ্ন দেখছেন।''


এ পরিস্থিতিতে চীনের উদ্বেগ বেড়ে চলেছে। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি প্রতিদিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। একে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেয়া যায় না।


তিনি আবার সব পক্ষের উদ্দেশ্যে সংযমের ডাক দিয়েছেন। সেইসঙ্গে দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা সরিয়ে ফেলার ডাক দিয়েছেন তিনি।


কোরীয় সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জার্মানি সক্রিয় ভূমিকা নেবার ইঙ্গিত দিয়েছে। ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এ ক্ষেত্রে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির দৃষ্টান্তের উল্লেখ করেন। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই চুক্তি বাতিল করার যে ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে জার্মানিসহ একাধিক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। ইরান চুক্তি বাতিল হলে একই লক্ষ্যে উত্তর কোরিয়ার আস্থা অর্জন করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল। সূত্র : ডয়চে ভেলে


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com