শিরোনাম
শপথ নিলেন রামনাথ কোবিন্দ
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ১৪:৪০
শপথ নিলেন রামনাথ কোবিন্দ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন রামনাথ কোবিন্দ (৭১)। এর মধ্য দিয়ে বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্থলাভিষিক্ত হলেন তিনি। মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে সংসদের সেন্ট্রাল হলে কোবিন্দকে শপথবাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে.এস. খেহর।  

 

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মন্ত্রিসভার সদস্যরা, সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও এইচ ডি দেবগৌড়া, সাবেক রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, বিজেপির সিনিয়র নেতা লালকৃষ্ণ আদবানি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসের প্রধানরা। উপস্থিত ছিলেন রামনাথ কোবিন্দের পরিবার।

 

এদিন, সকালেই দিল্লির বাসভবন থেকে রাজঘাটে যান কোবিন্দ। সেখানে দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ভবনে যান কোবিন্দ। এরপর রাষ্ট্রপতি ভবন থেকে রামনাথ কোবিন্দকে সাথে নিয়ে সংসদে যান বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এসময় রাষ্ট্রপতি ভবনের লনেই প্রণব মুখার্জিকে সালাম জানান রাষ্ট্রপতির ঘোড় সওয়ার বাহিনী।

 

সংসদ ভবনে প্রণব ও কোবিন্দকে স্বাগত জানান উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার স্পীকার সুমিত্রা মজাজন, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জে এস খেহর। এরপর লাল গালিচা পেরিয়ে সকলে প্রবেশ করেন সংসদের সেন্ট্রাল হলে।  

 

সেখানেই শুরু হয় শপথগ্রহণের অনুষ্ঠান। শপথবাক্য পাঠ করার পর প্রণব মুখার্জি ও রামনাথ কোবিন্দ নিজেদের মধ্যে আসন বদল করেন। এরপর নতুন রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে ২১ বার গান স্যালুট দেয়া হয়। রাষ্ট্রপতির সচিব শপথের খাতায় স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি। পরে সেন্ট্রাল হলে বক্তব্য দেন রামনাথ কোবিন্দ।

 

শপথ গ্রহণ শেষে বাজানো হয় দেশের জাতীয় সঙ্গীত। এরপর সেন্ট্রাল হলে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন রাষ্ট্রপতি। পরে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সঙ্গে নিয়েই নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদ ভবন ছাড়েন।  

 

দুজনেই ফিরে যান রাষ্ট্রপতি ভবনে। এরপর রাষ্ট্রপতি ভবনের লনে নতুন রাষ্ট্রপতিকে ‘গার্ড অফ অনার’ জানায় ভারতীয় সেনার তিন শাখার সম্মিলিত এক বাহিনী। রাষ্ট্রপতি ভবনেও ফের একবার কোবিন্দকে রাষ্ট্রপতির চেয়ারে বসান প্রণব। এরপর রাষ্ট্রপতি ভবনে বেশ কিছুটা সময় কাটান দুজনে। রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব সারেন কোবিন্দ। এসময় নতুন রাষ্ট্রপতিকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর অফিসঘর (রাষ্ট্রপতির কার্যালয়) ‘স্টাডি রুম’র দায়িত্ব ছেড়ে দেন প্রণব মুখার্জি।  

 

এরপর প্রণব মুখার্জিকে বিদায়ী অভ্যর্থনা জানিয়ে দিল্লির ১০ নম্বর বাজাজি মার্গের সরকারি বাসভবনে প্রণবকে ছেড়ে আসবেন রামনাথ কোবিন্দ।

 

নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন সংসদ ভবন এবং রাষ্ট্রপতি ভবনের আশপাশের এলাকাগুলো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। যে পথ দিয়ে রাষ্ট্রপতির গাড়িবহর যায় সেগুলোতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়, শপথগ্রহণের অনুষ্ঠান চলাকালীন দিল্লির আকাশপথেও বিমান চলাচলে নিষেধাজ্ঞা ছিল।

 

নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট বার্তায় মোদি জানান, ‘ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ায় রামনাথ কোবিন্দকে অভিনন্দন’।

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com