শিরোনাম
ডায়নার সঙ্গে সর্বশেষ ফোনালাপ নিয়ে উইলিয়াম-হ্যারির দুঃখ
প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৭:১২
ডায়নার সঙ্গে সর্বশেষ ফোনালাপ নিয়ে উইলিয়াম-হ্যারির দুঃখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মা, প্রিন্সেস ডায়নার মৃত্যুর আগে তার সঙ্গে সর্বশেষ ফোনালাপের কথা স্মরণ করে এখনো কষ্ট পান প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। এই ফোনালাপের কথা তারা ভুলতে পারেন না। এটি তাদের মনে গেঁথে আছে।  

 

উইলিয়াম জানান, স্কটল্যান্ডে বালমোরালে কাজিনদের সাথে চমৎকার সময় কাটানোর সময় তারা দুই ভাই মাকে বিদায় জানিয়ে ‘খুব তাড়াহুড়ো’ করে ফোন রেখে দেয়। তারা মাকে বলেছিল, পরে দেখা হবে। তিনি বলেন, ‘যদি জানতাম এরপর কি হবে তাহলে এমনটি কখনই করতাম না।’  

 

ডায়নার মৃত্যুর সময় তার ছোট ছেলে প্রিন্স হ্যারির বয়স ছিল ১২ বছর। তিনি বলেন, ‘ওই ফোন নিয়ে সম্ভবত আজীবন আমার আফসোস থেকে যাবে। কত অল্প সময় আমাদের মধ্যে কথা হয়েছিল।’

 

 

ডায়নার মৃত্যুর ২০ বছর পূর্তি উপলক্ষে আইটিভিতে একটি প্রামাণ্যচিত্রে তার দুই ছেলে এসব কথা বলেন। তারা তাদের মায়ের সঙ্গে খুব মজার ও মধুর কিছু স্মৃতির কথাও উল্লেখ করে। তারা বলেন, তাদের মা তাদেরকে ‘দুষ্টুমি’ করতে উৎসাহ দিতেন। তারা আরো জানান, ডায়না নিজেও ‘বাচ্চাদের মতোই ছিল’। তিনি ‘প্রাসাদের বাইরের প্রকৃত জীবন উপভোগ করতেন’।

 

অনুষ্ঠানটিতে ডায়নার সঙ্গে তার ছেলেদের কিছু অপ্রকাশিত ছবিও দেখানো হয়। মায়ের সম্পর্কে কথা বলার সময় প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম ডায়নার ব্যক্তিগত ছবির অ্যালবাম দেখছিল। এসময় তারা তাদের মায়ের সঙ্গে কাটানো শৈশবের কিছু মধুর স্মৃতির কথা জানায়।

 

 

গৃহহীন ও এইডস রোগীদের জন্য বিশ্বব্যাপী প্রচারণা চালাতেন ডায়না। তার মৃত্যুর সময় প্রিন্স উইলিয়ামের বয়স ছিল ১৫ বছর। তিনি বলেন, ‘আমরা তার এই কার্যক্রম অব্যাহত রাখতে চাই এবং আমরা মনে করি এটাই সঠিক পথ।’

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ২৮ আগস্ট যুবরাজ চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় যুবরাণী ডয়নার। পরের বছর ১৯৯৭ সালে প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। অবশ্য অনেকেই একে দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন বলে দাবি করেন।  

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com