শিরোনাম
ওবামাকেয়ার বাতিলে স্বাস্থ্যবীমা হারাবে ৩ কোটি ২০ লাখ
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ১২:১১
ওবামাকেয়ার বাতিলে স্বাস্থ্যবীমা হারাবে ৩ কোটি ২০ লাখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওবামাকেয়ার বাতিল হলে যুক্তরাষ্ট্রের তিন কোটি ২০ লাখ নাগরিক স্বাস্থ্যবীমা হারাবে। শুধু আগামী বছরই প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ স্বাস্থ্যবীমা হারাবে। বুধবার এমনই পূর্বাভাস দিয়েছে মার্কিন কংগ্রেসের বাজেট দপ্তর (সিবিও)।

 

সিবিও তাদের বিশ্লেষণে জানায়, ওবামাকেয়ার বাতিল হলে আগামী বছর নাগাদ স্বাস্থ্যবীমার ব্যয় ২৫ শতাংশ বাড়বে এবং ২০২৬ নাগাদ দ্বিগুণ হবে। তবে এতে কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি ৪৭ হাজার ৩০০ কোটি ডলার কমবে বলে ধারণা নির্দলীয় এ দপ্তরটির।

 

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে প্রণীত স্বাস্থ্যনীতি ‘অ্যাফোর্ড্যাবল কেয়ার অ্যাক্ট’ ওবামাকেয়ার নামে পরিচিত। এটি বাতিল করা ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের শীর্ষ নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম। তারা এই স্বাস্থ্য আইনটিকে স্বাস্থ্যসেবা পদ্ধতির মধ্যে একটি ‘ব্যয়বহুল অনধিকার প্রবেশ’ হিসেবে বিবেচনা করেন।

 

প্রতিশ্রুতি অনুযায়ী, রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যসেবা বিল পাসে দুইবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে। তবে ওবামাকেয়ার বাতিলের পরিকল্পনায় আগামী সপ্তাহে আবারো ভোট দিতে যাচ্ছেন সিনেটররা।

 

যতদিন ওবামাকেয়ার বাতিল হয়ে রিপাবলিকান স্বাস্থ্যনীতি প্রবর্তিত না হচ্ছে, ততদিন গ্রীষ্মের ছুটি স্থগিত রাখতে তার দলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

বিবার্তা/নিশি  

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com