শিরোনাম
আজই জানা যাবে কে যাচ্ছেন রাইসিনা হিলসে
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ১০:২৫
আজই জানা যাবে কে যাচ্ছেন রাইসিনা হিলসে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রামনাথ কোবিন্দ নাকি মীরা কুমার, কে হচ্ছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি, প্রণব মুখোপাধ্যায়ের পর রাইসিনা হিলসে কে পা রাখবেন- আজ সন্ধ্যায়ই মিলবে এ প্রশ্নে উত্তর।

 

লোকসভার সেক্রেটারি অনুপ মিশ্র জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় ব্যালট বক্স খোলা হবে। রাজ্যের নামের আদ্যাক্ষর অনুযায়ী গণনা হবে। চারটি ভিন্ন টেবিলে আট রাউন্ডে গণনা হবে বলে জানা গেছে। বিকেল ৫টার দিকে ফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে রয়েছেন দুই দলিত প্রার্থী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের প্রার্থী হলেন দলিত সম্প্রদায়ের রামনাথ কোবিন্দ। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী শিবিরের আরেক দলিত প্রার্থী হলেন মীরা কুমার। এনডিএ ছাড়াও কোবিন্দকে সমর্থন করেছে বিজেডি, জেডিইউ, এডিএমকে-র মতো দলগুলো। তাই ভোট গণনা শুরু না হলেও বলা যায়, পাল্লা ভারী এনডিএ প্রার্থী কোবিন্দের।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com