শিরোনাম
জাকির নায়েকের পাসপোর্ট বাতিল
প্রকাশ : ১৮ জুলাই ২০১৭, ২২:৩৫
জাকির নায়েকের পাসপোর্ট বাতিল
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলাম ধর্মের প্রচারক জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মুম্বাই আঞ্চলিক পাসপোর্ট অফিস তার পাসপোর্ট বাতিলের আদেশ দেয়।


জঙ্গিদের অর্থায়নের কথিত অভিযোগে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাকে একাধিকবার সমন পাঠানো সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজিরা না দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।


চলতি মাসেই জাকির নায়েককে শোকজ নোটিশ পাঠিয়ে ১৩ জুলাইয়ের মধ্যে ব্যাক্তিগত হাজিরার কথা বলা হয়েছিল এবং তার পাসপোর্ট কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছিল কিন্তু তার কোনো উত্তরই দেননি জাকির নায়েক-এমনই দাবি এনআইএ’র।


মঙ্গলবার এনআইএ’র শীর্ষ এক কর্মকর্তা জানান, জাকিরের পাসপোর্ট বাতিলের বিষয়ে এনআইএ আবেদন করলে মুম্বাই আঞ্চলিক পাসপোর্ট অফিস তাতে অনুমোদন দিয়েছে।


বিবার্তা/ডিডি/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com