শিরোনাম
বন্যার মতো জাল নোট ছড়াচ্ছে অস্ট্রেলিয়ায়
প্রকাশ : ১৭ জুলাই ২০১৭, ১৭:১৫
বন্যার মতো জাল নোট ছড়াচ্ছে অস্ট্রেলিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ায় ব্যাপক হারে জাল টাকা ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।


সোমবার জনগণের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে তাসমানিয়া পুলিশ বিভাগের গোয়েন্দা কর্মকর্তা জন কিং বলেন, অস্ট্রেলিয়ায় বন্যার মতো জাল নোট ছড়িয়ে পড়তে শুরু করেছে।


সংঘবদ্ধ অপরাধী চক্র অস্ট্রেলিয়ার ৫০ ডলারের নোট হুবহু জাল করতে সক্ষম উল্লেখ করে ওই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, একদল নকল নোট তৈরি করছে এবং অন্যরা তা বাজারে ছড়াচ্ছে। এছাড়া ডার্ক ওয়েবেও কিছু কিছু জাল নোট বিক্রি হয়েছে বলেও জানান তিনি।


নকল এই নোট আসল নোটের চেয়ে তুলনামূলকভাবে আকারে সামান্য ছোট, ওজনেও কিছুটা কম। এছাড়া নোটের সিরিয়ালেও রয়েছে ভিন্নতা। সহজলভ্য ও সস্তা প্রযুক্তির বাজার জাল নোট বিস্তারের জন্য দায়ী বলেও মন্তব্য করেন জন কিং। সূত্র : রয়টার্স


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com